Updates

হাইলাকান্দিতে যোগ প্রতিযোগিতা

জনসংযোগ, হাইলাকান্দি, ১৮ জুন : হাইলাকান্দি টাউন হলে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে এক যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি, আয়ুষ বিভাগ এবং শিব দুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চার ক্যাটাগরির প্রতিযোগীরা অংশ নেয়। এতে ১০ বছরের নিচে উনিশটি শিশু ১০ বছর থেকে ১৮ বছর পর্যন্ত ২১ টি শিশু, ১৮ থেকে ৩৫ পর্যন্ত ৫ জন এবং এর উপরে ৩৫ বছরের উপরের তিনজন এতে অংশ নেন। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক কিমচিন লঙ্গাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা: আসাদুল্লাহ, ডা: শহিদুল ইসলাম সৌগত নন্দী যোগব্যামের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন যোগব্যায়াম শারীরিক ও মানসিকভাবে মানুষের উপকার সাধিত করে। প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।

Show More

Related Articles

Back to top button