Barak Valley
হাইলাকান্দিতে লোক আদালত
জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুন : হাইলাকান্দি জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের উদ্যোগে এক বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়েছে। এই লোক আদালতে সুপ্রিমকোর্ট এবং গুয়াহাটি হাইকোর্টের বিচারাধীন মামলা আপোষ মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে। বিচারাধীন মামলার যেসব ব্যক্তি ইতিমধ্যে লোক আদালতের নোটিশ পেয়েছেন বা মামলা নিষ্পত্তির জন্য আগ্রহী তাদেরকে সংশ্লিষ্ট আদালতে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।