হাইলাকান্দিতে সরকারি ভাবে ধান সংগ্রহের রেজিস্ট্রেশন ১ নভেম্বর থেকে

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ অক্টোবর : . হাইলাকান্দি জেলায় সরকারের তরফে ধান সংগ্রহ করতে এক নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। সোমবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সভায় পৌরোহিত্য করে জানান সরকারিভাবে ধান সংগ্রহের সময় বাধাদানকারি মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর সংশ্লিষ্ট ধারা অনুসারে কড়া ব্যবস্থা নেয়া হবে।
সভায় জানানো হয়েছে এবার হাইলাকান্দি জেলা থেকে সাত হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য জেলায় তিনটি ধান সংগ্রহ কেন্দ্র খোলা হবে। এগুলি হল, কাটলিছড়া, লালাবাজার এবং বোয়ালিপারে। এই কেন্দ্রগুলি মারফৎ সরকার নির্ধারিত মূল্য কুইন্টাল প্রতি ২৩০০ টাকায় ধান ক্রয় করা হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে জেলা কৃষি বিভাগের কার্যালয় গুলিতে এই রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি জেলার কৃষি সম্প্রসারণ কর্মীদের কাছেও রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। এছাড়া ওয়েবসাইট https://opps.assam.gov.xn--in-3xf/ পাওয়া যাবে।
সভায় এডিসি লাইরহলু খেনতে,জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী, সরবরাহ বিভাগের আধিকারিক সহ বিভিন্ন বিভাগের আধিকারিক এবং ফার্মার প্রডিউসার কোম্পানির দুই কর্মকর্তা আব্দুল মালিক লস্কর এবং সামিম আহমদ অংশ নেন।