BARAK VALLEY

হাইলাকান্দিতে সৈনিক কল্যাণে নয়া কমিটি গঠিত

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলায় অবসরপ্রাপ্ত সৈনিক এবং কর্মরত সৈনিকদের সামগ্রিক কল্যাণের জন্য এক কমিটি গঠন করা হয়েছে৷ জেলা প্রশাসনের উদ্যোগে জেলাশাসক এই কমিটির সভাপতি এবং জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে৷

এতে মোট ১৯ জন সরকারি বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিক সদস্য হিসাবে এবং ৬ জন বেসরকারি প্রাক্তন সেনা কর্মী রয়েছে৷ সদস্য হিসাবে কাজ করবেন জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন দয়াল সাতনামি৷

উল্লেখ্য, সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের নাগরিক জীবনের কল্যাণ ও পুনর্বাসন ক্ষেত্রগুলির উপর এই কমিটি নজর রাখবে৷ আগামী ২ বছর কমিটি কার্যকর থাকবে৷ জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button