হাইলাকান্দির কলেজগুলিতে আধার এনরোলমেন্ট সেন্টার
জনসংযোগ, হাইলাকান্দি, ৬ আগস্ট : হাইলাকান্দি জেলার কলেজগুলিতে আধার এনরোলমেন্ট সেন্টার শীঘ্রই খোলা হবে। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এ কথা জানান। শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয় যে, আরোহন প্রকল্পের আওতায় জেলার ৫৬ জন শিক্ষার্থীকে আগামী নভেম্বর মাসে সরকারি খরচে গুয়াহাটি আইআইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করতে নিয়ে যাওয়া হবে। আগামী জানুয়ারি মাসের ১৭ তারিখ রাজ্যের দ্বিতীয় পর্যায়ে জেলার শিক্ষাঙ্গন গুলিতে গুণো্ৎসব অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয় যে, ১০১৫-১৬ সালের বিভাগীয় সেনসাস অনুযায়ী জেলায় ৬৮হাজার ৭৬১ জন কৃষক থাকলেও বর্তমানে পিএম কিষান পোর্টেল অনুযায়ী ৮৬ হাজার ৬ ৩৭ জন কৃষক প্রধানমন্ত্রী কিষান এর সুযোগ নিচ্ছেন। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় জেলায় ১৭ হাজার কৃষককে যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত ২২ হাজার জনকে এই যোজনার আওতায় আনা সম্ভব হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জানানো হয় যে বিভাগীয় প্রচেষ্টায় জেলার পাঁচটি ডেভেলপমেন্ট ব্লকে পাঁচটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট এর কাজ সম্পন্ন হলেও বৈদ্যুতিকরণের কাজ কেবল বাকি রয়েছে। সভায় বিভিন্ন বিভাগের চলতি প্রকল্পগুলির বাস্তবায়নে সমস্যা ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।