Tuesday, December 6, 2022

হাইলাকান্দির জেলাশাসক হিসাবে দায়িত্ব নিলেন গৌতম

হাইলাকান্দি : হাইলাকান্দির ২৪তম জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন হিভারে নিসর্গ গৌতম (IAS). রাজ্য সরকারের এক নির্দেশে তিনি নগাঁও জেলা থেকে বদলি হয়ে হাইলাকান্দি এসেছেন৷ সেখানে তিনি একই পদে কর্মরত ছিলেন৷

উল্লেখ্য, হাইলাকান্দির সদ্য বিদায়ী জেলাশাসক রোহন কুমার ঝা কাছাড় জেলার জেলাশাসক পদে হাইলাকান্দি থেকে বদলি হয়েছেন৷ হাইলাকান্দির নতুন জেলাশাসক গৌতমের মূল নিবাস মহারাষ্ট্র৷ সোমবার সকালে হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারির কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন নবাগত জেলাশাসক গৌতম৷

জেলাশাসক হিসাবে দায়িত্ব গ্রহণের পর পরই জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও কর্মচারীদের সাথে পরিচয় পর্বের সেরে গুরুত্বপূর্ণ বেঠকে মিলিত হন ও জেলার সবিশেষ পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত খোঁজখবর নেন৷

পরে তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক মূর্ছনা মালাকারের উদ্যোগে জেলার বেশ কয়েকজন সাংবাদিকদের সাথেও মিলিত হন জেলাশাসক৷ জেলার সার্বিক উন্নয়নের ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত জেলাশাসক৷

Latest Updates

RELATED UPDATES