Updates
হাইলাকান্দির পূর্ত সড়কের পাশ থেকে সামগ্রী সরিয়ে নেবার নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি, ১৪ জুলাই : হাইলাকান্দি পি ডব্লিউ ডি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জেলার পূর্ত সড়ক বিশেষত হাইলাকান্দি শহরের রাস্তার পাশে ফেলে রাখা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির সামগ্রী অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছেন। রাস্তার পাশে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির সম্মুখে সামগ্রী রাখার ফলে রাস্তার প্রশস্ততা কমে যাওয়ায় পথচলতি জনসাধারণের দুর্ভোগ বেড়ে যায়। পাশাপাশি আবর্জনা, জল নিষ্কাশনেও বাধাপ্রাপ্ত হয়। তাই বিজ্ঞপ্তিতে রাস্তার পাশের ফেলে রাখা সামগ্রী গুলি আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যতায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।