Barak Valley
হাইলাকান্দির মাছ বাজারে ফরমালিন চেকিং
জনসংযোগ, হাইলাকান্দি, ১৯ জুলাই : হাইলাকান্দি শহরের হারবার্ডগঞ্জ বাজারের মাছের হাটে বুধবার ফরমালিন চেকিং করা হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রেয়া সিংহল এর নেতৃত্বে প্রশাসনের একদল আধিকারিক চালানি মাছের নমুনা সংগ্রহ করেন এবং চেকিং কিট K-137 দিয়ে ফরমালিন পরীক্ষা করেন। তবে বুধবার সংগ্রহ করা কোন নমুনাতেই ফরমালিন নামক রাসায়নিক পদার্থ ধরা পড়েনি। দলটিতে অন্যান্য আধিকারিকদের মধ্যে ছিলেন জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক হারুন রশিদ, ফুড সেফটি অফিসার প্রদীপ্ত ঘোষ এবং মৎস্য উন্নয়ন বিভাগের অন্যান্য আধিকারিক। জেলার মাছ বাজার গুলিতে এ ধরনের পরীক্ষা জারি থাকবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।