Barak Valley
হাইলাকান্দি জেলায় ৫৩৭৩ আবাস যোজনার গৃহপ্রবেশ সম্পন্ন
জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ জুলাই : হাইলাকান্দি জেলায়ও বৃহস্পতিবার ৫৩৭৩ টি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে নির্মাণ করা ঘরের গৃহপ্রবেশ সম্পন্ন হয়েছে। এই ঘর গুলি চলতি বছরের এক এপ্রিলের পর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। জেলাশাসক নিসর্গ হিভারে মাটিজুরি-পাইকান জিপির শৈলেন কুমার রায়ের আবাস গৃহের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন বৃহস্পতিবার। জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লাও উপস্থিত ছিলেন এই দ্বারোদঘাটন অনুষ্ঠানে।