Barak Valley

হাইলাকান্দি শহরের ই-রিক্সার চলাচলে নিয়ম- শৃঙ্খলা বেঁধে দিতে পদক্ষেপ নেবার নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দি শহরে চলাচলকারী ই-রিক্সা গুলিকে একটি নিয়ম-শৃঙ্খলার গণ্ডিতে বেঁধে দিতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সেপ্টেম্বর মাসের বৈঠকে পৌরহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলা পরিবহন আধিকারিককে এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় জেলার সরকারি ভবনগুলিতে সৌর বিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করতে পূর্ত ভবন বিভাগকে সভায় বলা হয়।

পাশাপাশি জেলার সরকারি কর্মচারী এবং জনসাধারণকে এই বিদ্যুৎ সংযোগ নিতে আবেদন জানানো হয় সভায়।

এপিডিসিএল থেকে জানানো হয় যে এই সংযোগের জন্য ভর্তুকির অর্থ ৩০ দিনের মধ্যে সরকার থেকে প্রদান করা হয়ে থাকে।

স্কিল ডেভেলপমেন্ট বিভাগ থেকে জানানো হয় যে বর্তমানে ২৬০ চাকরিপ্রার্থীকে মাল্টি স্কিল ইলেকট্রনিক টেকনিশিয়ান, সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ান ভার্মি কম্পোস্ট প্রসেসর এবং ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুরূপভাবে গত বছর ৩৪০ জনকে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেশন মাল্টি স্কিল টেকনিশিয়ান, সলার প্যানেল ইনস্টলেশন ,ফাইবার অপটিক্যাল অপারেটর ইত্যাদি ক্ষেত্রে ট্রেনিং দিয়ে এনগেজমেন্ট দেওয়া হয়।

শিক্ষা বিভাগ থেকে সভায় জানানো হয় যে নিযুত ময়না প্রকল্পে ২৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৪৫৯ জন ছাত্রী আবেদন করেছেন। ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় যে নভেম্বর মাসে খেল মহারণ আয়োজন করা হবে। সেচ বিভাগকে জল সংরক্ষণ প্ল্যান তৈরি করতে বলা হয় সভায়।

জেলা শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় জেলায় প্রথম পর্যায়ে ৩৬৬৩, দ্বিতীয় পর্যায়ে ১২৪১, তৃতীয় পর্যায়ে ৩১০ টি দরখাস্তর অনুমোদন জানানো হয়েছে।

পি এইচ ই বিভাগ থেকে জানানো হয় যে জেলায় ৫৫৭ জন মিত্র কে প্রশিক্ষণ দিয়ে তাদের এনগেজমেন্ট লেটার তুলে দেওয়া হয়েছে। জেলায় বাকি থাকা ২৫ হাজার ১৭৩ টি পরিবারে আগামী ৩১ মাসের মধ্যে জল সরবরাহ করার কাজ শেষ হবে বলে বিভাগ থেকে জানানো হয়। এখন পর্যন্ত জেলায় এক লাখ ৪৪ হাজার ২৩ টি পরিবারে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। ডিডিসি এল্ডাড ফাইরিম সহ জেলার শীর্ষ আধিকারিকরা সভায় অংশ নেন।

Show More

Related Articles

Back to top button