Updates
হাইলাকান্দি শহরের রাস্তা ফুটপাথ থেকে সামগ্রী সরানো নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি, ১৪ জুন : হাইলাকান্দি পুরসভার নির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শহরের ফুটপাথ এবং রাস্তায় বিক্রয়ের জন্য ফেলে রাখা সামগ্রী ইত্যাদি সরিয়ে নিতে নির্দেশ জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদেরকে শহরের ফুটপাত এবং রাস্তায় নির্মাণ সামগ্রী যেমন ইট বালু পাথর ইত্যাদি দুই দিনের মধ্যে সরিয়ে নিতে বলেছেন। অন্যতায় এসব সামগ্রী বাজেয়াপ্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে। শহরের ফুটপাতের বর্ধিত অংশের যেসব স্থানের বা রাস্তার জবরদখল করা হয়েছে সেগুলিরও নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে শহরের কলেজ রোড সংলগ্ন এলাকা, পুরনো হাসপাতাল রোড সংলগ্ন এলাকা, লক্ষ্মীশহর এলাকা এবং শহরের কাটলীছড়া বাসস্ট্যান্ড এলাকা।