হিন্দু রক্ষী দলের কাছাড় জেলা এবং শিলচর শহর শাখা পুনর্গঠন
রবিবার সকাল শিলচর মাইকেল মধুসূদন সরণী অবস্থিত হিন্দু রক্ষী দলের অফিস ঘরে, এক বৈঠকের মাধ্যমে তাদের কাছাড় জেলা এবং শিলচর শহর কমিটি পুনর্গঠিত করা হয়। কাছাড় জেলা কমিটি কয়েকদিন আগে পুনর্গঠিত হয়েছিল, সঞ্জীব নাথকে সভাপতি, বুরন মালাকারকে সহ-সভাপতি, রাজদীপ পাল এবং মুন্না দেবকে যথাক্রমে সম্পাদক ও সহ-সম্পাদক পদের দায়িত্বভার সমঝে দিয়ে। কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ গ্রহণ করেছেন প্রাণেশ পাল। পূর্বের কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্যদের উপরই ভরসা রেখেছে হিন্দু রক্ষী দলের রাজ্যিক মন্ডলী, যার প্রতিফলন এই জেলা কমিটি। বলাবাহুল্য হিন্দু রক্ষী দলের পৃষ্টপোষকতা করে ভারত সেবাশ্রম সংঘ নিজেই।
রবিবার সকালে, নব-নির্বাচিত কাছাড় জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে, শিলচর শহর কমিটি আংশিক ভাবে প্রস্তুত করা হয়, যেখানে বিক্রম দাস সহ-সম্পাদক পদ গ্রহণ করেন। যুগ্ম সহ-সম্পাদক পদে দায়িত্ব নেন সৌমিত্র দাস। প্রচার প্রমুখ – সুভাষ চৌধুরী ও সহ-প্রচার প্রমুখ পদে অনিন্দ্য দেবকে দায়িত্ব সমঝে দেওয়া হয়। সহ-প্রশাসন প্রমুখ হিসেবে তনয় বণিক-কে চয়ন করা হয়। যোগাযোগ প্রমুখ – বাপ্পা দাস, খেলা প্রমুখ – রত্নদীপ চক্রবর্তী, সেবা প্রমুখ – মান্না দাস, যোজনা প্রমুখ – সাহিল রয়, সহ – যোজনা প্রমুখ – রাজীব মালাকার ও ব্যবস্থা প্রমুখ পদে – বাপ্পা দাস দায়িত্ব নিয়েছেন। উপদেশক হিসেবে সম্মানীয় সব্যসাচী ভট্টাচার্য ও অমিত চৌধুরী মহাশয়কে নিযুক্ত করা হয়।
এদিনের সভায় সঞ্জীব নাথ স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে, আগামী দিনেও হিন্দু রক্ষী দলের সকল কাজ হিন্দুত্ব ও হিন্দু সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যেই সংঘটিত হবে।