Wednesday, September 28, 2022

হৃদয়বিদারক, করিমগঞ্জে জলে ডুবে মৃত্যু ২ শিশুর

শিলচর : এক হৃদয়বিদারক ঘটনা ঘটে করিমগঞ্জ শহরের নিকটবর্তী নাগকাপন গ্রামে৷ বৃহষ্পতিবার জলে ডুবে মৃত্যু হল ২ বোনের৷ একজনের বয়স ৭, অন্যজনের ৫৷ বড়বোন ছোট বোনকে বাঁচাতে গেলে সেও জলে তলিয়ে যায়৷ ঘটনাটি ঘটেছে এদিন দুপুর ১:৩০টা নাগাদ৷ স্থানীয় বাসিন্দা সমসুল হকের ৫ বছরের মেয়ে রেশমী বেগম বড়দের চোখে ধুলো দিয়ে খেলতে খেলতে বাড়ির পুকুর ঘাটে পা ফসকে পড়ে হাবুডুবু খেতে থাকে৷ বিষয়টি লক্ষ্য করে তার বড় বোন সুমাইয়া আখতার৷ ছোট বোনকে জাপটে ধরে বাঁচাতে গিয়ে সেও গভীর জলে তলিয়ে যায়৷ পরে দুজনের নিথর দেহ ভেসে ওঠে৷ পরে লঙ্গাই পুলিশ পেট্রোল পোস্টের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন৷

Latest Updates

RELATED UPDATES