হেভি ইঞ্জিন পাম্প দিয়ে শহরের জল নিষ্কাশনের নির্দেশ ডিসির
করিমগঞ্জ : হেভি ইঞ্জিন পাম্প দিয়ে করিমগঞ্জ শহরের জল বের করার নির্দেশ ডিসির৷ শুক্রবার তিনি জেলা সদরের মদনমোহন রোড, পূর্ববাজার, চরবাজার প্রভৃতি জলমগ্ন এলাকা পরিদর্শন করেন৷ কুশিয়ারা নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে ওইসব এলাকা৷ এদিন জেলা কমিশনার শিলচরের mechanical water resource division-কে করিমগঞ্জ শহরের জল বের করতে Heavy Engine Pump ব্যবহারের জন্য বললেন৷ এজন্য ২টি পাম্প ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি৷
করিমগঞ্জ শহরের উল্লেখযোগ্য ব্যবসায়িক এলাকা জলমগ্ন থাকায় ভীষণ ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা৷ তবে নদীর জল আর বাড়ছে না৷ আপাতত এটাই স্বস্তির৷ তবে আবহাওয়া দফতর থেকে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে৷ করিমগঞ্জে শুক্রবার সবকটি নদীর জল কমার খবর রয়েছে৷ তবে জল খুব ধীর গতিতে কমতে থাকায় নদী সংলগ্ন এলাকার মানুষের ঘরে এখনও জল রয়েছে৷ ফলে ১৫ দিন পরও আশ্রয় শিবির ছাড়তে পারছেন না বহু লোক৷