Barak Valley

শহরের যানজট-ঘনঘন দুর্ঘটনা! DSP-র দ্বারস্থ NSUI

করিমগঞ্জ : যানজট শহরবাসীর মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ২০০ মিটার পথ অতিক্রম করতে ১ ঘন্টা সময় লাগছে৷ জাতীয় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে দিব্যি ব্যবসা চালাচ্ছেন৷ স্টেশন রোড এলাকায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে৷ বুধবার NSUI-র এক প্রতিনিধি দল HQ DSP-র সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযোগগুলো তুলে ধরেন৷

NSUI-র রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী DSP-র দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত দিনকয়েক ধরে গোটা শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে৷ স্টেশন রোড এলাকার একাংশ স্থায়ী ব্যবসায়ী ফুটপাত ও জাতীয় সড়ক দখল করে তাদের সামগ্রী সাজিয়ে রেখেছেন৷ একাংশ স্থায়ী ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত থেকে ভাড়া তুলছেন৷ ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকানের বিপরীত দিকে বসলেও তাদের ভাড়া দিতে হচ্ছে৷ ফুটপাত ব্যবসায়ীরা ফুটপাত ও রাজপথ মিলিয়ে তাদের পসরা সাজিয়ে বসেছে৷ এতে যেমন দুর্ঘটনা ঘটেছে, তেমনি যানজট সৃষ্টি হচ্ছে৷ যার ফলে অফিস আদালতে পৌঁছতে বিলম্ব হচ্ছে৷ ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যেতে বিলম্ব হচ্ছে৷

ডিএসপি সদরের দৃষ্টি আকর্ষণ করে শুভজিৎ বলেন, সকাল থেকে রাত পর্যন্ত স্টেশন রোডের যানজটে নাকাল শহরবাসী৷ স্টেশন রোড এলাকায় ট্রাফিক পুলিশের দেখা মেলে না৷ ট্রাফিক পুলিশ নিজেদের নিরাপদ দূরত্বে রেখে অন্যত্র কেটে পড়ে৷ প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে৷

শুভজিৎ বলেন, স্টেশন রোডে যানজট বুধবার প্রত্যক্ষ করেছেন দক্ষিণ অসমের DIG. বুধবার করিমগঞ্জ সফরে এসে এসকর্ট নিয়ে সাইরেন বাজিয়ে স্টেশন রোড অতিক্রম করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে৷ ডিএসপি সদর গীতার্থ দেবশর্মা NSUI প্রতিনিধি দলকে সামনে বসিয়ে ট্রাফিক ইনচার্জ ও টাউন দারগাকে ফোনে যোগাযোগ করে স্পষ্ট নির্দেশ দেন, স্টেশন রোড এলাকায় জনগণের চলাচলে যাতে সমস্যা না হয়৷ পথচারীদের যাতে চলাচলে অসুবিধা না হয় ও যানজট সৃষ্টি না হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি৷

Show More

Related Articles

Back to top button