Barak Valley
১০ কোটি টাকা বরাদ্দ, ডাবল সাটারের স্ল্যইস গেট বসবে বেতুকান্দিতে : পীযূষ
শিলচর : অক্টোবর মাসে স্ল্যইস গেট সমস্যার সমাধান হবে৷ সোমবার বেতুকান্দিতে এসে একথা বলেন রাজ্যের জলসম্পদ ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা৷ তিনি ওইদিন জানান যে, স্ল্যইস গেট সমস্যা চিরতরে সমাধানের জন্য ১০ কোটি টাকার কাজ শুরু করবেন৷ ডাবল সাটার থাকা গেট বসানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী৷ বেতুকান্দিতে গেট পরিদর্শন করে মন্ত্রী বলেন, ভালই কাজ হয়েছে৷ তবে গেট থেকে ৩০ মিটার দূরে একটু সমস্যা রয়েছে৷ তবে তাতে কোনও অসুবিধা হবে না৷ বেতুকান্দির বাঁধ পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা৷