Barak Valley
১৩৩১হাইলাকান্দিতে ১০ হাজারও বেশি বৃক্ষরোপণ সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ জুলাই : হাইলাকান্দি জেলায়ও বৃক্ষরোপনের জন্য চলতি বছর রাজ্য সরকারের কর্মসূচি ‘এক পেড় মা কা নাম’প্রকল্পে এপর্যন্ত দশ হাজারেরও বেশি গাছের চারা লাগানো হয়েছে। গত ৫ জুন থেকে এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফার্ম,ব্যাংক এবং ব্যক্তি বিশেষের প্রচেষ্টায় এই কার্যসূচি চলছে। এই উপলক্ষে সোমবার জেলা সদরের রবীন্দ্রভবনের প্রাঙ্গনে নীতি আয়োগ এর উচ্চাকাঙ্ঙ্কামূলক জেলার কর্মসূচি সম্পূর্ণতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৃক্ষরোপন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। এতে ডিডিসি এল্ডাড ফাইরিম এবং ডিএফও অখিল দত্ত উপস্থিত ছিলেন। উল্লেখ্য এক পেড় মা কা নাম কর্মসূচিতে সমগ্র রাজ্যে সত্তর লক্ষ্ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।