১৫ জুন শিলচরে জেলাশাসকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ
শিলচর, ৩ জুন : আগামী ১৫ জুন শিলচরে জেলাশাসকের কার্যালয়ে গ্রহণ করা হবে ওয়াক ইন ইন্টারভিউ। জেলা প্রশাসনের এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ১৫ জুন সকাল ১১টায় শিলচরে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসকের কক্ষে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক অস্থায়ী পদে মহিলা কাউন্সিলর (বেতন ১৫ হাজার), কেস ওয়ার্কার (বেতন ১৪ হাজার), পুরুষ আইটি স্টাফ (বেতন ১৩ হাজার), মাল্টিপারপাস মহিলা ওয়ার্কার (বেতন ১০ হাজার), মহিলা সিকিউরিটি গার্ড (বেতন ৯ হাজার) পদে নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
ওই পদগুলিতে নিযুক্তিলাভে ইচ্ছুক প্রার্থাদের তাঁদের যাবতীয় মার্কশিট, সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি সহ তিন কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে বলেছে জেলা প্রশাসন। বিস্তারিত বিবরণ কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।