Barak Valley

লোকনাথ বাবার তিরোধান দিবসে করিমগঞ্জে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান

করিমগঞ্জ : ত্রিকালদর্শী লোকনাথ বাবার ১৩৩তম তিরোধান দিবসে করিমগঞ্জ শহরের সুভাষনগরস্থিত লোকনাথ বাবার মন্দিরে তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে৷

এ উপলক্ষে ২ জুন, শুক্রবার বিকাল ৪টায় লোকনাথ প্রতিকৃতি সহ শহর পরিক্রমা ও গঙ্গা আনয়নের মাধ্যমে উৎসবের সূচনা করে সন্ধ্যা ৭টার সময় ভজন-কীর্তন ও অধিবাসের সূচনা করবেন স্বনামধন্য কীর্তনীয়া রাই কানু সম্প্রদায় এবং রাত ৯টায় আরতি কীর্তন অনুষ্ঠিত হবে৷

৩ জুন, শনিবার সকাল ৮টায় বিশেষ পূজা ও সংকীর্তন এবং ১১টায় পুরোহিত অনুপম চক্রবর্তীর নেতৃত্বে বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে৷

পরবর্তীতে দুপুর ১টা – ৬টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, রাত ৭টায় আরতি ও ৭:৩০ মিনিটে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবে শিলচরের সঙ্গীতায়ন সাংস্কৃতিক সংস্থা৷

এদিনের বিশেষ আকর্ষণ শিলচরের প্রখ্যাত সংগীতশিল্পী সঞ্জয় মন্ডল বাউল ও তন্দ্রা রায়৷ ৪ জুন, রবিবার সকাল থেকেই যথারীতি পূজার্চনা, কীর্তন ও অন্যান্য বৈদিকনুষ্ঠান এবং দুপুর ১২টায় ভোগারতি ও মধ্যাহ্ন প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় থাকবে নবতরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির পরিচালন কমিটির সম্পাদক কল্যাণ দে পুরকায়স্থ ও উৎসব কমিটির সম্পাদক নারায়ণ ধর জানান, প্রতি বছর বিশেষ করে উৎসবের দিনগুলোতে অগণিত ভক্তের সমাগম ঘটে৷

অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণির মানুষের উপস্থিতি অনুরাধ জানিয়েছে উৎসব পরিচালন কমিটি৷

Show More

Related Articles

Back to top button