Tuesday, December 6, 2022

২ আগস্ট হাইলাকান্দি আসছেন শ্রী শ্রী ১০৮ স্বামী সদগুরু দাস কাঠিয়াবাবা

হাইলাকান্দি : গুরুদেব শ্রী শ্রী ১০৮ স্বামী সদগুরু দাস কাঠিয়াবাবার হাইলাকান্দি আগমন ঘিরে ভক্তদের মধ্যে প্রচন্ড উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে৷ ভক্তরা জানান, আগামী ২ আগস্ট ২ দিনের হাইলাকান্দি সফরে পা রাখবেন তিনি৷ শহরের শিলচর রোডের দে কোল্ড স্টোর্সে অবস্থান করে ভক্তদের সঙ্গে মিলিত হবেন তিনি৷

Latest Updates

RELATED UPDATES