Barak Valley
৩টি লরি নিয়ে ভেঙে পড়ল ভাগা-শেরখান সেতু
ভাগা : ধলাইয়ের ভাগা-শেরখান সড়কের রুকনি নদীর উপরের সেতুটি ভেঙে পড়ে৷ শুক্রবার রাত ৮টার কাছাকাছি সময়ে ভারি ৩টি লরি সহ ভেঙে পড়ে সেতুটি৷ ভাগা-শেরখান সড়কের উপর থাকা সেতুটি পার হতে ৩টি সামগ্রী বোঝাই লরি উঠে৷ সিমেন্ট বোঝাই ১টি লরি আগে থেকে দাঁড় করে রাখা ছিল৷ সে সময় আরও দু’টি পাথর বোঝাই ডাম্পার সেতু পার করতে উঠে পড়লে একসঙ্গে ৩টি সামগ্রী বোঝাই গাড়ির ওজন সামলাতে না পেরে ধসে পড়ে৷ ঘটনার আকস্মিকতা কাটিয়ে ৩টি গাড়ির চালক ও সহচালক প্রাণরক্ষা করেন৷ আকস্মিক সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ দক্ষিণ ধলাইয়ের ৩টি জিপি সহ মিজোরামের এক বৃহৎ অংশের৷ ঘটনার খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বরুয়াও৷