৩৫ নম্বর বাঘন জিপির সভাপতি উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা প্রকাশ
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ৪ নম্বর লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত ৩৫ নম্বর বাঘন জিপি সভাপতি উপনির্বাচন আগামী ১লা জুলাই অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত করতে ভোট কেন্দ্রগুলি নির্ধারিত করে তার তালিকা জানিয়ে দিয়েছেন।
এতে ওই নির্বাচনের জন্য ১ নম্বর ওয়ার্ড বালিরবন্দ, ভোটগ্রহণ কেন্দ্রের নাম বালিরবন্দ ডুবাগবস্তি, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(১) ৫২৮ নম্বর বালিরবন্দ এলপি স্কুল। পাশাপাশি ২,৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাঘন ১,২ ও ৩, ভোটগ্রহণ কেন্দ্রের নাম বাঘন, ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(২)৬১ নম্বর বাঘন এলপি স্কুল (পূর্ব দিক), ৩৫(৩) ৬১ নম্বর বাঘন এলপি স্কুল (পশ্চিম দিক), ৩৫(৪) ৪২৭ নম্বর কাঠালতলী এলপি স্কুল (ডান দিক) ও ৩৫(৪)(এ) ৪২৭ নম্বর কাঠালতলী এলপি স্কুল (বাম দিক)। এদিকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মারুগাঁও ১ও ২, ভোট গ্রহণ কেন্দ্রের নাম মারুগাঁও(১) সিরাজুল বস্তি ও ইন্দুরাইল এবং মারুগাঁও ব্লক(২) ও ইন্দুরাইল, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৫) রসিক নাথ হাইস্কুল ও ৩৫(৬) রামদাস এম ই স্কুল।
পাশাপাশি, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড কুর্তি ১ ও ২, ভোট কেন্দ্রের নাম কুর্তি, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৭) ৪২১ নম্বর কুর্তি এলপি স্কুল ও ৩৫ (৮) কুর্তি মাদ্রাসা। এছাড়া ৯ ও ১০ নম্বর ওয়ার্ড তিলভুম ১ ও ২, ভোট কেন্দ্রের নাম তিলভুম চা বাগান (১) ও তিলভূম এবং তিলভুম রেলওয়ে স্টেশন, ভোট গ্রহণ কেন্দ্রের অবস্থান ৩৫(৯) ৮২৭ নম্বর তিলভুম হিন্দি এলপি স্কুল ও ৩৫(১০) তিলভুম চা বাগান নাচ ঘর।
এতে করিমগঞ্জের জেলাশাসক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত স্কুলগুলি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য প্রস্তুত রাখতে এবং ভোট কর্মীদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।