Barak Valley

৪ মনিষী স্মরণে সভা মাতৃভাষা সুরক্ষা সমিতি

শিলচর {পিএনসি }বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে শনিবার শিলচরের অম্বিকাপট্টিতে বাগ্মীবর বিপিন চন্দ্র পাল বিপ্লবী রাসবিহারী বসু,রাজা রামমোহন রায় ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরনে একটি সভার আয়োজন করা হয়।

সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়ের পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে ও নীহার রঞ্জন পাল বক্তব্য রাখেন। এছাড়া এতে ডা শিশির কুমার বিশ্বাস,জয়ন্তী দত্ত ,স্মৃতি দাস ,মঞ্জুশ্রী দত্ত ও সমিতির সাধারণ সম্পাদক অভিজিত চক্রবর্তি ভাষন দেন।
বক্তা গন এই চার মনিষীর জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে সমিতির সদস্য গন কয়েকটি সঙ্গীত পরিবেশন করেনl

Show More

Related Articles

Back to top button