৫০ লক্ষাধিক টাকার ইয়াবা সহ গ্রেফতার ১ পাচারকারী
চরগোলা : ড্রাগসের বিরুদ্ধে আবারও সফল অভিযান করিমগঞ্জ পুলিশের৷ ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস ও তার পুলিশ বাহিনী৷
গত শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে চরগোলা বাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় করিমগঞ্জ পুলিশ৷ এতে করিমগঞ্জ সদর থানার পুলিশ ও কালিগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের যৌথ অভিযানে এক পাচারকারীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ফ্লাইট জুতোর বাক্সের ভিতরে ৫ প্যাকেটে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়৷
পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া যুবক মাতাব উদ্দিনের ছেলে সুফান উদ্দিন, বাড়ি চরগোলা এলাকায়৷ পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালায়৷ পাচারকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কল লিস্টের সূত্র ধরে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ৷ পাচারকারীর বিরুদ্ধে NDPS ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ অন্যদিকে, রবিবার ধৃত পাচারকারী সুফান উদ্দিনকে করিমগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ৷ এতে আদালতের নির্দেশে ঠাঁই হয় জেল হাজতে৷