৬০ দিনের তামাক বিরোধী অভিযান করিমগঞ্জে

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ ব্যবস্থাপনায় জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ উদযাপন করা হয়৷
এ উপলক্ষে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তামাকমুক্ত যূব অভিযানের শপথবাক্য পাঠ করা হয় বুধবার৷ এতে অংশগ্রহণ করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বাম, জেলা তামাক নিয়ন্ত্রণ সমিতির নোডাল অফিসার ডা. বি কে সিং সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা৷
উল্লেখ্য, এই অভিযানে আগামী ৬০ দিন করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে স্থানে তামাক বিরোধী সামাজিক সচেতনতা শিবির, পত্রক বিতরণ, নাটক, বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে জাগরণমূলক ভিডিও প্রদর্শন, ক্যানসার সচেতনতা ইত্যাদি বিষয়ে সমাজ সচেতনতামূলক কাজ চালিয়ে যাবে৷
এই অভিযানের মুখ্য উদ্দেশ্য হল করিমগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম ও বিদ্যালয়ের আশেপাশকে তামাক মুক্ত করে আগামী প্রজন্মকে এর ভয়াবহতা থেকে রক্ষা করা৷