Barak Valley

অগ্নিগর্ভ মণিপুর থেকে হাজার অধিক শরণার্থী লক্ষীপুরে আশ্রয়

শিলচর, ৫মে : গত বুধবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে রয়েছে প্রতিবেশী রাজ্য মণিপুর৷ এমতাবস্থায় মণিপুর রাজ্য থেকে জনজাতি লোকেরা আশ্রয় নিচ্ছে কাছাড়ের লক্ষীপুরে৷ এ পর্যন্ত এক হাজারের বেশি জনজাতির লোকেরা লক্ষীপুরের একটি চার্চ সহ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন৷ প্রাণ রক্ষার জন্য বৃহস্পতিবার মধ্য রাতে মণিপুর থেকে পালিয়ে এসেছেন তারা কাছাড়ের শিবির গুলিতে আশ্রয় নিচ্ছেন৷

শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো যান লক্ষীপুরে৷ সঙ্গে ছিলেন CRPF ও আসাম রাইফেলসের জওয়ানরা৷

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে SP বলেন, যাতে শরণার্থীরা কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন সে ব্যবস্থা করা হয়েছে৷ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে৷

তিনি আরও বলেন, শিবিরে শিশু ও অসুস্থ লোকও রয়েছেন৷ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান SP. তিনি এও বলেন, স্থানীয়রা তাদের সহায়তা করছেন৷

Show More

Related Articles

Back to top button