Barak Valley

অবৈজ্ঞানিকভাবে জ্বালানো হচ্ছে বর্জ্য, উদ্বেগ

শিলচর, পিএনসি, ৩০ এপ্রিল -বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালের প্রতিশ্রুতি সত্ত্বেও মেহেরপুর ডামপিঙ গ্রাউন্ডে বর্জ পদার্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করার প্রক্রিয়া শুরু না করাতে প্রবীণ সাংবাদিক ও সোসিয়াল এক্টিভিস্ট হারাণ দে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

হারাণ বাবু এক বিবৃতিতে ক্ষোভ ব্যাক্ত করে জানান যে এই ডামপিঙ গ্রাউন্ডে বর্জ পদার্থ অবৈজ্ঞানিক ভাবে জ্বালানো হচ্ছে এবং এর ফলে যেভাবে মেহেরপুর এলাকায় বায়ূ দূষন হচ্ছে তা সত্যি কার অর্থেই চিন্তার বিষয় !

তিনি বলেন যে মেহেরপুর এলাকার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের জনস্বার্থ বিরোধী এই কাজের জন্য মামলা রুজু করা ছাড়া আর কোন গত্যন্তর থাকবে না।

এখানে উল্লেখ করা যেতে পারে যে মেহেরপুর এলাকায় একটি পলিটেকনিক সহ সরলা বিড়লা প্রাইভেট স্কুলও রয়েছে। যার ফল স্বরূপে ছাত্র ছাত্রীরাও বায়ুদূষণের শিকার থেকে অব্যাহতি পাবে না।

Show More

Related Articles

Back to top button