Assam

অসমীয়া ভাষা-সংস্কৃতির বিকাশে বাঙলিদের অবদান রয়েছে : হিমন্ত

গুয়াহাটি : বাঙলি ও অসমীয়া জাতির মধ্যে ঐতিহাসিক সম্বন্ধ রয়েছে৷ ধেমাজির শিলাপাথারে বেঙলি ছাত্র যুব ফেডারেশনের অধিবেশনের প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই কথা বলেন৷

তিনি বাঙালি ও অসমীয়া জাতির ঐতিহাসিক মৈত্রীর নানা দৃষ্টান্ত তুলে ধরে বলেন, অসমীয়া সমাজের ভাষা ও সংস্কৃতি সমৃদ্ধ করতে বাঙালিদের বিরাট অবদান ছিল৷ ঠাকুর বাড়ির বৈবাহিক সম্বন্ধ থেকে অসম সাহিত্য সভা গঠন সমস্ত কিছুতেই বাঙালিদের অবদানের কথা স্মরণ করেন তিনি৷

মুখ্যমন্ত্রী বলেন, বহু বাঙালি বুদ্ধিজীবী-লেখক-সাহিত্যিক অসমীয়া ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য কাজ করে গেছেন৷ অসমে অসমীয়া ভাষা চালুর জন্য প্রথমে লিখিতভাবে প্রতিবেদন দিয়েছিলেন রমেশ চন্দ্র দত্ত৷ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক-অধ্যাপক ড. পদ্মনাভ ভট্টাচার্য বিদ্যাবিনোদের কথাও তিনি উল্লেখ করেন৷ তাই অসমীয়া-বাঙালির এই মিত্রতা সেটা দেড়শ বছর থেকে চলে আসছে৷ একটি জাতি অন্য আরেকটি জাতির ভাষা-সংস্কৃতির সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল৷

এদিনের অনুষ্ঠানে ভাষণ দেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু৷ বাঙালি ছাত্র যুব ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হলে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে তিনি জানান৷ বাঙালিদের স্বার্থে বিজেপি সরকার কাজ করে যাচ্ছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে, ডি-ভোটার সমস্যা সমাধানে সরকারের প্রয়াস জারি রয়েছে বলে তিনি জানান৷

Show More

Related Articles

Back to top button