NationalSports

ইতিহাসে লভলিনা : প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় অসম কন্যার

গুয়াহাটি : চারে চার। নিখাতের পর রবিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা জিতলেন লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। এই নিয়ে গোটা টুর্নামেন্টে চারটি সোনা জিতল ভারতীয় মেয়েরা।

রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন অ্যান পার্কারকে হারালেন লভলিনা। ৭৫ কেজি বিভাগে ভারতের ঘরে এল সোনা। এর আগে ৫০ কেজি বিভাগে চিনের নুয়েন থি থামকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছিলেন নিখাত জারিন।

শনিবারের মতো রবিবারও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েরা সোনা জয়ের স্বপ্ন পূরণ করলেন। লভলিনা এর আগেও অলিম্পিক্সে পদক এনে চমক দিয়ে ছিলেন। গত বছর অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। এবার সেই ব্রোঞ্জ বদলে গেল সোনাতে।

দেশের মাটিতে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই একের পর এক ম্যাচে সোনা জিতে তাক লাগাচ্ছেন ভারতীয় মেয়েরা। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন লভনিয়া। অলিম্পিক্সে পদক জেতার পরই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। আজ আবারও প্রমাণ করলেন এই বিভাগে তিনি অপ্রতিরোধ্য।

অসমের মেয়ের জীবনকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণার। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেয়েটি আজ সকলের কাছে জয়ের অন্য নাম হয়ে উঠেছে। কমনওয়েলথ গেমসের আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ান তিনি। সেই টুর্নামেন্টে তেমন দাগ কাটতে না পারলেও আজ তিনি সফল।

Show More

Related Articles

Back to top button