North-East

ওয়ারলেস অপারেটরের গুলিতে নিহত মহিলা

মণিপুর : পুলিশের ওয়ারলেস অপারেটরের গুলিতে ৩৬ বছর বয়সি এক মহিলার মৃত্যুর ঘটনায় মণিপুরের প্যানেল, কাকচিং প্রভৃতি এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ ক্ষিপ্ত জনতা থানা জ্বালিয়ে দিয়েছে৷ ওয়ারলেস অপারেটর খঙখম বীরজিতের কঠোর শাস্তি এবং নিহত মৈরাংথাম জেমির নিকটাত্মীয়কে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে তাঁরা ধর্ণায় বসেন৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ক্ষতিপূরণ নিয়ে মুখ খোলেন নি৷ তবে জানিয়েছেন, বীরজিতকে পুলিশ গ্রেফতার করেছে৷ তদন্ত চলছে৷ আইন অনুযায়ী তার শাস্তি হবে৷

ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ক কাকচিং থানার পালেল মামাংলেইকেই এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তারুবি নামে এক জনের দোকানে জিনিস কিনছিলেন মৈরাংথাম জেমি৷ সে সময় তারুবি ও বীরজিতের মধ্যে ঝগড়া বাঁধে৷ বীরজিত পিস্তল বার করে তারুবির দিকে তাক করে৷ সেটিই জেমির শরীরে বিঁধে৷ জেমিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন৷

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা তারুবির দোকান তছনছ করে প্যানেলি থানায় গিয়ে হানা দেয়৷ ভাঙচুর করে থানায় আগুন ধরিয়ে দেয়৷ কাগজপত্র, আসবাবের সঙ্গে একটি গাড়িও জ্বলে যায়৷ দু’জন পুলিশ কর্মী জখম হন৷ পরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী গিয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে৷ এ নিয়ে দু’দিন ধরে ক্ষোভে ফুসছেন পালেল এলাকার মানুষ৷ জয়েন্ট একশন কমিটি গঠন করে তারা ধর্ণায় বসেন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন৷ জয়েন্ট একশন কমিটির আহ্বায়ক এইচ রোমান খোমান বলেন, ওয়ারলেস অপারেটর হয়ে পিস্তল কোথায় পেল বীরজিত, তার তদন্তও জরুরী৷

Show More

Related Articles

Back to top button