Barak Valley

করিমগঞ্জে জলের সমস্যা সমাধানে নয়া ট্যাঙ্ক

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে পানীয় জলের ভোগান্তি চরমে উঠেছে৷ শহরের বিভিন্ন ওয়ার্ডের জনগণ পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ কোন এলাকায় PHE-র জল সপ্তাহে একবার আসে, তো কোন এলাকায় নামমাত্র৷ এ নিয়ে পৌরসভা-PHE কার্যালয়ে হত্যে দিয়েও প্রতিকার মেলে না ভুক্তভোগী জনগণের৷

এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখা দিচ্ছে মিউনিসিপাল এডমিনিস্ট্রেশন বিভাগের টঙ্কেশ্বর দাসের মন্তব্যে৷ করিমগঞ্জ সফরে এসে তিনি বলেছেন, করিমগঞ্জে পানীয় জলের যে সমস্যা তাতে কয়েকটি ওয়ার্ড মিলে একটি জলের ট্যাঙ্ক করা যেতে পারে৷ এজন্য প্রস্তাব পাঠাতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি৷

এ ছাড়া পঞ্চদশ অর্থ কমিশনের কাজেরও খোঁজ নেন ডিরেক্টর৷ ডিরেক্টরের করিমগঞ্জ সফর উপলক্ষে পৌরসভা কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়৷

সভায় উপস্থিত ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস, পৌর আধিকারিক বিক্রম চাষা, স্বচ্ছ ভারত অভিযানের প্রজেক্ট অফিসার এ রেকিব লস্কর সহ পৌর কমিশনাররা৷ ডিরেক্টরকে এদিন সংবর্ধনা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে৷

Show More

Related Articles

Back to top button