Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে মঙ্গলবার সীমান্ত বাণিজ্য সচেতনতা ও ঔদ্যোগিক ইকোসিস্টেম নিয়ে প্রশিক্ষণ তথা কর্মশালা

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্যের শিল্প ও বাণিজ্য বিভাগের আয়ুক্তের নির্দেশে আগামী ২৮ মার্চ, মঙ্গলবার করিমগঞ্জে সীমান্ত বাণিজ্য সচেতনতা ও ঔদ্যোগিক ইকোসিস্টেমের ওপর এক প্রশিক্ষণ তথা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জের জেলা ও শিল্প বাণিজ্য কেন্দ্র এবং সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের যৌথ উদ্যোগে ওই দিন সকাল ১০:৩০টায় করিমগঞ্জের সেটেলমেন্ট রোডস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ সহ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে৷ এতে শিল্পদ্যোগীদের বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রোগ্রাম সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে৷

পাশাপাশি, সরকারিভাবে প্রদান করা বিভিন্ন সেবার অধীনে নতুন শিল্পদ্যোগ স্থাপন, ব্যবসার পদ্ধতি, অর্থের ব্যবস্থা এবং ব্যবসায়িক সহায়তা সম্পর্কে প্রশিক্ষণে আলোকপাত করা হবে৷ এতে ছোটবড় শিল্পদ্যোগ স্থাপনের পরামর্শ প্রদান করা হবে৷ এছাড়া স্থানীয় ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর রফতানি ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে৷ মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ তথা কর্মশালায় জেলার উৎসাহিত যুব প্রজন্মের শিল্পদ্যোগ স্থাপনে ইচ্ছুকদের ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button