Barak Valley

করিমগঞ্জ অখণ্ড মণ্ডলীতে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ ও শ্রীশ্রী সংহিতা দেবী র শুভ মহাপ্রয়াণ ও মহাসমাধি দিবস পালিত

করিমগঞ্জ : অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে করিমগঞ্জ অখণ্ড মণ্ডলীতে পালিত হয় শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব (শ্রীশ্রী বাবামণি) ও পরম পূজনীয়া মহাসন্ন্যাসিনী শ্রীশ্রী সংহিতা দেবী( শ্রীশ্রী মামণি) র শুভ মহা সমাধি উৎসব। এইদিন অর্থাৎ ২৭শে এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতি বার প্রাতে ৮ ঘটিকায় সমবেত উপাসনার মধ্য দিয়েই শুরু হয় সমাধি উৎসবের সূচনা।প্রচুর ভক্ত এই সমবেত উপাসনায় যোগদান করেন । উপাসনার পর শুরু হয় সমস্ত দিবস ব্যাপী হরিওঁ মহানাম সংকীর্তন,মধ্যাহ্নে মহাপ্রসাদ মর্য্যাদায় ও প্রচুর ভক্ত সমাবেশ ঘটে।সন্ধ্যায় শ্রীশ্রী বিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই দিন ১০ খানা পবিত্র গ্রন্থ অখণ্ড সংহিতা দান করেন উত্তম দাস নামের এক ভক্ত। উল্লেখ্য ১৭ই এপ্রিল ২০২৩ ইং সোমবার শ্রীশ্রী সংহিতা দেবী( শ্রীশ্রী মামণি)র মহাপ্রয়াণ দিবসে করিমগঞ্জ অখণ্ড মণ্ডলী প্রাঙ্গণে উদয়াস্ত নীরব নামজপ ও সন্ধ্যা ৭ ঘটিকায় সমবেত উপাসনা ও ২১ শে এপ্রিল ২০২৩ ইং শুক্রবার শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দপরমহংসদেব(শ্রীশ্রী বাবামণি)র পূণ্য মহাপ্রয়াণ দিবসে প্রাতে ৮ ঘটিকায় সমবেত উপাসনা , সন্ধ্যা ৬ ঘটিকায় স্বরূপানন্দ সঙ্গীত,হরিওঁ মহানাম সংকীর্তন তৎপর শ্রীশ্রী বিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়।

Show More

Related Articles

Back to top button