Barak ValleyEducation

করিমগঞ্জ কলেজের হীরক জয়ন্তীর সমাপনি সমারোহে আসছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বসতে চলেছে চাঁদের হাট৷ সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কলেজে আসছেন অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া সহ শিক্ষামন্ত্রী রণোজ পেগু ও আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. রাজীবমোহন পন্থ৷ সবকিছু ঠিক থাকলে কলেজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাও৷ এছাড়াও থাকছেন জিটিভি সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য৷

বুধবার কলেজে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানিয়েছেন অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী৷

তিনি বলেন, গত এক বছর থেকে ধাপে ধাপে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান চলছে৷ আগামী ১৯-২১ এপ্রিল নানা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান৷

রামানুজবাবু বলেন, অনুষ্ঠানকে সার্থক করে তুলতে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীকে নিয়ে নানা কমিটি গঠন করা হয়েছে৷ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন৷ এই সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া৷ তিনি অনুষ্ঠানের শেষ দিন দুপুরে আসবেন কলেজে৷ এ ছাড়া সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ অনুষ্ঠানের ৩ দিনের মধ্যে ১ দিন রাজ্যের শিক্ষামন্ত্রীও উপস্থিত থাকবেন৷ তাছাড়া আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীও৷ সবকিছু ঠিকঠাক থাকলে তাঁরও কলেজের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান রামানুজবাবু৷ তাছাড়া সমাপনী অনুষ্ঠানের শেষ দিনে জিটিভ-খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানান তিনি৷

মিশনরঞ্জন দাস বলেন, এই কলেজের পড়ুয়ারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন৷ কলেজের ৭৫ বছর পূর্তি এক গৌরবের অনুষ্ঠান৷ কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে তিনি, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার একত্রে গিয়ে অডিটোরিয়ামের জন্য দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ খুব শীঘ্রই অডিটোরিয়ামের টাকা মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মিশনবাবু৷

সাংবাদিক সম্মেলনে ছিলেন ৭৫ বছর পূর্তি প্রচার কমিটির আহ্বায়ক রাহুল চক্রবর্তী, সুখেন্দু বিকাশ পাল সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button