Barak Valley

করিমগঞ্জ শহরে অনিয়মিত পানীয় জল পরিষেবা, ক্ষোভ বিধায়ক কমলাক্ষের

করিমগঞ্জ, ১৪ মে : করিমগঞ্জ শহরের অনিয়মিত পানীয় জলের পরিষেবা নিয়ে রবিবার ক্ষোভ ব্যক্ত করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি বলেন, জলের আরেক নাম জীবন

জল ছাড়া মানুষ বাঁচতে পারে না । আর সীমান্ত শহর করিমগঞ্জের প্রধান সমস্যা হচ্ছে পানীয় জলের । বলেন, প্রতিশ্রুতি তো দূর, মানুষের মৌলিক চাহিদা গুলি পূরণ করতে ব্যর্থ এই সরকার ।

বলেন, মন্ত্রিসভার বৈঠকে পানীয় জল প্রকল্পের কথা ঘোষণা করা হয় বড়ো করে, কিন্তু আজ অবধি এনিয়ে কোন বিভাগীয় তত্‍পরতা দেখা যায়নি । সরকারী অনুদানের খবর পাওয়া যায়নি এমনকি কোন ধরনের ডিপিআর তৈরি করতে শোনা যায়নি । বর্তমানে করিমগঞ্জ শহরের ভয়ানক অবস্থা ।

বিধায়ক বলেন, দীর্ঘদিন লঙ্গাই প্লান্ট পরিষেবা দিয়ে গেলে হটাত্‍ করে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা । আর এতে ভোগান্তির শিকার মানুষ । কমলাক্ষ বলেন, এনিয়ে বিধানসভা প্রশ্ন উঠাবেন তিনি । মানুষের ভোগান্তি কোন ভাবেই সহ্য করা যাবে না ।

Show More

Related Articles

Back to top button