Barak Valley

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা অভিযান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে বিশ্ব ম্যালেরিয়া মাস পালন উপলক্ষে বৃহস্পতিবার থেকে সচেতনতা অভিযান শুরু হয়েছে৷ এই উপলক্ষে এদিন করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে এক সচেতনতা শোভাযাত্রা বের করা হয়৷

এতে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য, সাবডিভিশনাল চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (স্কুল স্বাস্থ্য) ডাঃ রওশানারা পতাকা নেড়ে এর সূচনা করেন৷

এতে সুমধ চৌধুরী, DME NHM, দেবজিৎ দে, NVBDCP consultant, শঙ্কর লালা দে, DAM এবং করিমগঞ্জ আরবানের অন্যান্য কর্মী ও আশারা অংশ গ্রহণ করেন৷

শোভাযাত্রার সমাবেশে ডাঃ বৈদ্য বলেন যে, ম্যালেরিয়ার ঘটনা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেলেও, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি মশারি ব্যবহার ও জমা জল এড়ানোর ওপর জোর দেন৷

দেবজিৎ দে, জেলা পরামর্শক, NVBDCP তার বক্তব্যে জানান, যে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের অংশ হিসাবে মশারি ঔষধিকরণ, ম্যালেরিয়া সচেতনতামূলক পথনাটক ইত্যাদি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷

পাশাপাশি পৌর এলাকায় নালা ও জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছে৷ এছাড়া শহরের সকল ওয়ার্ডে সোর্স রিডাকশন কার্যসূচি করা হয়েছে৷ জেলার সব ব্লক জুড়ে স্কুল স্তরে ম্যালেরিয়া সম্পর্কে গণ সচেতনতা, সমাবেশ এবং মশারি ঔষধিকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে৷ শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার বংশবৃদ্ধি রোধে অ্যান্টি লার্ভাল স্প্রে করা হয়েছে৷

উল্লেখ্য, বিশ্বব্যাপী ১০৬টি দেশের ৩.৩ বিলিয়ন মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে৷ ম্যালেরিয়া মাস ছাড়াও সারা জেলা জুড়ে ডেঙ্গু সম্পর্কে পক্ষ ব্যাপী সচেতনামূলক কার্যক্রমও শুরু হয়েছে৷

Show More

Related Articles

Back to top button