Barak ValleyAssamNorth-East

কাছাড় জেলায় বহিঃ রাজ্যের আমদানি করা বিদ্যুত্‍চালিত তাঁত উত্‍পাদিত বস্ত্র সামগ্রী বিক্রয় করা নিষিদ্ধ

শিলচর : কাছাড়ের হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাছাড় জেলার প্রত্যেক বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের Handloom (Reservation of Articles for Production) Act. 1985 এর নিয়মানুসারে বহিঃ রাজ্যের আমদানি করা, বিদ্যুত্‍চালিত তাঁত (Power Loom) এ উত্‍পাদিত বস্ত্র সামগ্রী যেমন- গামছা, মেখেলা চাঁদর, ইত্যাদি বস্তু সামগ্রী বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া অনুরোধ জানানো হয়েছে যে, স্থানীয় তাঁত শিল্পীগণের উত্‍পাদিত বস্ত্র যেমন – গামছা, মেখেলা চাঁদর ইত্যাদি বিক্রয়ের সুব্যবস্থা করে গরীব তাঁত শিল্পীগণকে উত্‍সাহিত ও আর্থিকভাবে উপকৃত করে সহায়তার নিবেদন জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button