Barak ValleyBusiness

চৈত্র সেলের বাজারে উপচে পড়া ভিড় করিমগঞ্জে

করিমগঞ্জের ফুটপাতে চৈত্র সেল জমজমাট

করিমগঞ্জ : গ্রামগঞ্জের মানুষের আগমনে করিমগঞ্জের চৈত্র সেল জমজমাট হয়ে উঠেছে৷ এবার কোভিডের প্রভাব না থাকায় জমে উঠেছে চৈত্রের বাজার৷ তবে বাজার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে৷ হাতে মাত্র ক’টা দিন বাকি৷ ট্রাফিক জ্যাম ও গরমের মাঝেও জমে উঠেছে রিডাকশন সেলের বাজার৷ কোন দোকানি দোকানের পুরো সামগ্রী ফুটপাতে এনে রাস্তায় বসে সাউন্ড সিস্টেম লাগিয়ে ক্রয়-বিক্রয় চলছে৷ ফুটপাতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়৷ বরাকের অন্য জেলার সঙ্গে টেক্কা দিয়ে চলছে করিমগঞ্জের রিডাকশনের বাজার৷ জেলা সদরের বাজার এলাকায় ক্রেতাদের ভিড়৷

সর্বস্তরের ক্রেতার ভিড় যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷ শহরে AOC point থেকে ব্রিজ রোডে পায়ে হেটে আসা মুশকিল হয়ে গেছে৷ ছোট-বড় গাড়ির জ্যাম প্রায় লেগেই আছেন ট্রাফিক জ্যাম ছোটাতে পুলিশকে প্রায় হিমশিম খেতে হচ্ছে৷

মহিলা পুরুষের পোষাক, জামাকাপড় থেকে শুরু করে কি না নেই! সবটাই মিলছে রিডাকশনের বাজারে৷ বাসনপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিস রিডাকশন সেলের বাজারে পাওয়া যাচ্ছে৷ বিক্রেতাদের মধ্যে যেন গ্রাহক টানার অলিখিত প্রতিযোগিতা চলছে৷ রিডাকশনের বাজার চলবে আরও ৫/৬ দিন৷ সবকিছু ঠিকঠাক থাকলে সামনের রিডাকশনের বাজার চলবে যদি না অশুভ শক্তি বাধা না হয়ে দাঁড়ায়৷ অন্যদিকে জেলা প্রশাসনের কড়া নজরদারি চলছে শহর জুড়ে৷

Show More

Related Articles

Back to top button