National

ছাপরার পর এবার সিওয়ান; বিহারের এই জেলায় মৃত্যু ৫ জনের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিওয়ান, ১৬ ডিসেম্বর : ভারতের বিহারে (bihar) ভেজাল মদ পান করে ৬৫ জন মারা গেছেন। সরন জেলার চাপড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। একটি বিষয় উল্লেখ করতেই হয় যে, রোজগার না থাকলেও লোকে মদ খাওয়া কমায় না।

উল্লেখযোগ্য যে, ২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিষেধাজ্ঞা জারির পর বিহারে (bihar) ভেজাল মদ্যপানে এই ধরনের ট্র্যাজেডি প্রথম।

আর এ বিষয়ে Bihar সরকারও কঠোর অবস্থানে।মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বিধানসভায় নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বেআইনি অ্যালকোহল পান করে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না।

ভেজাল মদ্যপানে মধ্যপ্রদেশ ভারতে শীর্ষ অবস্থানে। সরকারের নিষেধাজ্ঞা থাকলে বিষয়টি এড়িয়ে চলে যাওয়া উচিত মনে করেন তিনি।

শুক্রবার বিষমদ কাণ্ড নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মদপান বিষয়ে এমনটা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৃহস্পতিবারই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, যে মদ খাবে, সে মরবে। বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলেন, “মদ খেয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। আমি আবেদন জানাচ্ছি, যদি তোমরা মদ খাও তাহলে মরবে। যারা মদ খাওয়ার সমর্থনে কথা বলবে তারা ভালো কিছু পাবে না।” বিরোধীরা যতই বিরোধিতা করুক, সরকার জায়গায় দাঁড়িয়ে এই বিষয়ে।

Show More

Related Articles

Back to top button