Barak ValleyEducation

জেলা গ্রন্থাগারের সংস্কার কাজের সূচনা

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে সংস্কার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ PWD building বিভাগের তত্ত্বাবধানে জেলা গ্রন্থাগার ভবনের সংস্কার কাজের জন্য ৪০ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মঞ্জুর হয়েছে৷ কাজের বরাত পেয়েছেন বিপ্লব বণিক৷

মঙ্গলবার এই কাজের সূচনা করে বিধায়ক বলেন, তিনি অনেক দিন থেকেই জেলা গ্রন্থাগার ভবনের সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন৷ অবশেষে এ কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে৷ বর্তমান ভবনের অবস্থা বেহাল হয়ে পড়েছে৷ যে টাকা মঞ্জুর হয়েছে তা দিয়ে প্রায় নতুন করেই ভবনের কাজ হবে৷

কমলাক্ষ বলেন, সময়ের স্বল্পতার জন্য তিনি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কাজ নিয়ে আলোচনা করতে পারেননি৷ তবে শীঘ্রই বৈঠকে মিলিত হয়ে তাঁদের পরামর্শ নেবেন৷

বিধায়ক বলেন, অনেক সময় প্রেক্ষাগৃহে কোন অনুষ্ঠানের পর চেয়ার, গ্রিণ রুমের আসবাব সহ নানা সামগ্রী বিনষ্ট হতে দেখা যায়৷ এসব রুখতে তিনি CC Camera লাগানোর ব্যবস্থা করবেন৷ যাতে কোনও কিছু নষ্ট হলে সেটা দেখতে পাওয়া যায়৷ ভবনের সামনে গেট সহ অনেক কিছু নতুন করে করা হবে৷ খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার বিপ্লব বণিক৷

Show More

Related Articles

Back to top button