Barak ValleyEntertainment

নাচে-গানে ‘গানভাসি’র বর্ষবরণ অনুষ্ঠান করিমগঞ্জে

করিমগঞ্জ : ১৮ এপ্রিল, মঙ্গলবার করিমগঞ্জ শহরে নবগঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ‘গানভাসি’ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নৃত্যগুরু মাধুরী পোদ্দার৷ সভাপতি অরূপ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বিগত দিনে বরাক উপত্যকার উপর বয়ে যাওয়া নানা ঘাত-প্রতিঘাত, মান অভিমান বঞ্ছনা অতিক্রম করে আমরা নতুন বছরকে বরণ করতে যাচ্ছি৷ ঈশ্বরের কাছে প্রার্থনা – বরাক উপত্যকার প্রতিটি মানুষের জন্য যেন আগামী দিনে সুখ-সমৃদ্ধি উন্নয়ন এক তার বার্তা নিয়ে আসে৷

অরূপ রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের মুখ্য ও প্রধান উপদেষ্টা সুব্রত খাজাঞ্চি বলেন, বাংলা ভাষা, শিল্প, সাংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতে এবং মানুষের মধ্যে একতার ভাব জাগাতে সংগঠনের প্রয়াস অব্যাহত থাকতে হবে৷

এদিন, ‘এসো হে বৈশাখ, … …’ এই সমবেত সঙ্গীতের পরিবেশনের মাধ্যম অনুষ্ঠানের সূচনা হয়৷ নাচ-গান ও কবিতার সঙ্গে ছিল ধামাইল নৃত্য৷ ‘ও অকুলের কুল’ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়া ঘোষ৷ ‘এতদিন যে বসেছিলাম’ গেয়ে শোনান পঞ্চমী দে৷ ‘আমায় নহে গো ……’ নজরুলগীতি পরিবেশন করেন দেবার্জুন পাল৷

এছাড়া শিল্পীদের মধ্যে ছিলেন অঙ্কিতা পোদ্দার, রাজলক্ষ্মী দাস, শ্রেয়া ঘোষ, পঞ্চমী দে প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন৷ তবলায় সঙ্গত ছিলেন রাজেশ নাথ ও কেশব ধর৷

Show More

Related Articles

Back to top button