Assam

নিউজ পোর্টালের লাগাম ছাড়া উৎপাতে বিরক্ত মন্ত্রী

শিলচর : রাজ্যে News Portal-র লাগাম ছাড়া উৎপাতে বিরক্তি প্রকাশ করলেন জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা৷ শুক্রবার তিনি শিলচরে এ প্রসঙ্গে বলেন, ‘নিজেদের মান নিজেরাই নষ্ট করছে পোর্টালগুলি৷ তাঁদের উৎপাত দিন দিনই বাড়ছে৷ এতে লাগাম টানা জরুরি৷’

তবে সরকার যে কোনও আইন এনে পোর্টালের লাগাম টানতে চাইছে, এমন কোন ইঙ্গিত এদিন তিনি দেননি৷ জনান, ‘আমরা চাই নিজেদের দায়িত্ব পোর্টালগুলি ভালভাবে পালন করুক৷ খবরের মান নিয়ে তাদেরই ভাবতে হবে৷’ এভাবে উৎপাত চলতে থাকলে একদিন মানুষের কাছে এই পোর্টালগুলি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি৷

উল্লেখ্য, রাজ্যে News Portal-র সংখ্যা দিন দিনই বেড়ে চলছে৷ এ নিয়ে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ জানিয়েছিলেন, লাগামছাড়াভাবে এই পোর্টালগুলি জন্ম নেওয়ায় বহু সময়েই ভুয়ো খবরে আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হয়৷ অথচ, নির্দিষ্ট কোন ব্যবস্থা না থাকায় তাদের জবাবদিহিও নিশ্চিত করাও সম্ভব হয় না৷ তাই এই সব পোর্টালকে একটি কাঠামোর অধীনে নিয়ে আসার ভাবনা করছে৷

Show More

Related Articles

Back to top button