Barak ValleyAssamNorth-East

নিলামবাজার কলেজের ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নিলামবাজার : আধিপত্য বজায় রাখল NSUI. ১২টি পদের মধ্যে ৮টি NSUI ও ৪টি অসম ছাত্র পরিষদের দখলে৷ প্রথমবারের মতো ভোটের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বেলা ১:৩০ পর্যন্ত৷ ২টা থেকে শুরু হয় ভোট গণনা৷

প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ৯ সিআর পদে ১৫ জনে ৯ জন নির্বাচিত হন৷ তার আগেই ৩য় সেমিস্টারে মোট ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হন৷ সিআর পদে নির্বাচিতরা হলেন ৫ম সেমিস্টারে জয়নাল আবেদিন, মাছুমা বেগম, সৌরভ দত্ত, খালিদা বেগম, ৩য় সেমিস্টারে রুকসানা পারভিন তালুকদার৷

১ম সেমিস্টারের জুয়াইদ আলম, আফজল হুসেন, ইকবাল আহমেদ ও সেলিনা পারভিন তালুকদার৷ গণনা শেষে জয়ের আনন্দে মেতে ওঠেন ছাত্রছাত্রীরা৷

এদিকে সকাল থেকেই কলেজের বাইরে ছাত্র সংগঠনের নেতারা ভিড় জমাতে থাকেন৷ ছাত্র সংসদ নিজেদের দখলে রাখতে মারিয়া হয়ে ওঠেন তারা৷ ফলাফল ঘোষণার পর NSUI দাবি করে ৮টা সিআর আসন রয়েছে৷

এদিকে, তারা বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করে৷ অসম ছাত্র পরিষদের ৪ প্রার্থীকে নিলামবাজার ফিস ফার্মার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷

Show More

Related Articles

Back to top button