Barak Valley

পুরকর বৃদ্ধির বিরুদ্ধে করিমগঞ্জে সিপিআইএম-এর প্রতিবাদ

করিমগঞ্জ, ৩১ মার্চ : কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া মাত্রতিরিক্ত হারে পুরকর বৃদ্ধি, কোনও প্রশিক্ষণ ছাড়া ক্যাজুয়াল কর্মী দিয়ে বাড়ির মাপজোখের ভিত্তিতে পুরকর নির্ধারণ, পরবর্তীতে পুরসভার নাগরিক সভা ডাকা এবং নাগরিকদের সমস্ত কর নির্ধারণ প্রক্রিয়া বাতিল করে নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দিয়ে কর নির্ধারণ প্রক্রিয়া শুরু করা, যুক্তিগ্রাহ্য পুরকর বৃদ্ধি ইত্যাদি পরামর্শকে অগ্রাহ্য করে পুরসভার নিজের অবস্থানে অটুট থাকার প্রতিবাদে আজ ৩১ মার্চ করিমগঞ্জের মেইন রোডে অনুকূলসাগর পারে অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে সিপিআই (এম)-এর করিমগঞ্জ লোকাল কমিটি।

বিক্ষোভে যোগ দিয়ে সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত বলেন, রাজ্য সরকারের নির্দেশিকার দোহাই দিয়ে এই অস্বাভাবিক অভূতপূর্ব পুরকর নাগরিকদের উপর চাপিয়ে দিয়েছে পুরসভা যা সম্পূর্ণ অযৌক্তিক। এই কর চাপানো পুর নাগরিক সমাজ খুশি মনে মেনে নিতে পারেননি। বিশেষত, যখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাপানো করের বোঝা ও মূল্যবৃদ্ধির জেরে নাগরিকরা ভারাক্রান্ত। পুরসভা সরকারের দোহাই দিয়ে এই অস্বাভাবিক পুরকর চাপিয়েছে। কিন্তু বাস্তব হলো, সরকারি নির্দেশিকায় পুরকর সর্বোচ্চ ২৫ শতকরা বাড়ানোর নির্দেশিকা দিয়েছে। তাছাড়া পুরসভা স্বশাসিত সংস্থা, নিজস্ব বিষয়ে তার (পুরসভা) মতামতই চূড়ান্ত।

তিনি বলেন, রাজ্য সরকার পুরসভার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। নাগরিকদের কাছ থেকে আদায়কৃত করই পুরসভার একমাত্র আয়ের উত্‍স নয়। কর নির্ধারণের বাইরের উত্‍সগুলি থেকে পুরসভা তার আয়ের উদ্যোগ বাড়াক।

পরিতোষ দাশগুপ্তের অভিযোগ, ‘সারা দেশে এখন গণতন্ত্রের উপর যে আক্রমণ চলছে আমাদের জেলায়ও তার লক্ষণগুলো ক্রমেই প্রতীয়মান হচ্ছে। আজকের এই বিক্ষোভ শম্ভুসাগর পার্কে রবীন্দ্রমূর্তির পাদদেশে হওয়ার কথা ছিল, কিন্তু পুরসভা অনুমতি দেয়নি। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। আমাদের নির্দিষ্ট দাবি, পুরসভা এই অযৌক্তিক বর্ধিত কর বাতিল করে প্রশিক্ষিত কর্মীর দ্বারা নতুন করে পুরকর নির্ধারণ প্রক্রিয়া চালু করুক। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল, সংস্থা ও পুর নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করুক কর্তৃপক্ষ।’

অন্য বক্তা সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা সম্পাদক মণ্ডলির সদস্য কালিপদ নাথ বলেন, ‘শহরে পুর পরিষেবা তলানিতে ঠেকেছে। সামান্য বৃষ্টিতে শহর জলমগ্ন হয়। পানীয় জলের সমস্যা রয়েছে। রাস্তায় আবর্জনার স্তূপ দীর্ঘদিন পড়ে থাকে। পুরসভা সন্তোষজনক পরিষেবা দিয়ে ন্যায্য পুরকর বৃদ্ধির প্রস্তাব দিক। পুরসভার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। জনমনে ক্ষোভও রয়েছে। বিগত বছরগুলির আয়-ব্যয়ের হিসাব নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জনমনের শঙ্কা দূর করুক পুরসভা।’

তিনি বলেন, ‘পুরকর নিয়ে চুপ করে থাকবে না সিপিআই (এম)। পুরপতির ডাকা নাগরিক সভায় আমাদের স্পষ্ট মতামত জানিয়েছি। পুরকর নিয়ে পুরসভা তাদের অবস্থান থেকে সরে না আসলে এ নিয়ে ভবিষ্যতে গড়ে ওঠা আন্দোলনের জন্য তারা নিজেরাই দায়ী থাকবে।’

এদিন অন্যান্যদের মধ্যে অবস্থান-ধরনায় অংশগ্রহণ করেছিলেন সিপিআই (এম)-এর করিমগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অরুণ দত্ত, দলীয় নেতা ধর্মদাস চক্রবর্তী সহ অনেকে।

Show More

Related Articles

Back to top button