Barak ValleyLifestyle

পূর্ব পেঁচারঘাটে নিমগাছে আবির্ভাব হলেন পবনপুত্র হনুমান! চাঞ্চল্য পেঁচারঘাটে

বাজারিছড়া, ১৯ এপ্রিল : জনৈক গৃহস্থের বা‌ড়িতে বেড়ে ওঠা এক‌টি নিম গা‌ছের কাণ্ডে হঠাত্‍ ক‌রে পবনপুত্র হনুমানের মুখমণ্ডল দৃশ্যমান হওয়াকে কেন্দ্র ক‌রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর পেঁচারঘাট গ্রা‌মে।

ঘটনাটি চাউর হলে কাতারে কাতারে কৌতূহলি জনতা ভিড় জমাচ্ছেন গ্রা‌মের বাসিন্দা শ্যামাকান্ত বৈ‌দ্যের বাড়িতে।

স্থানীয়দের কাছে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকা‌লে হঠাত্‍ গ্রা‌মের বাসিন্দা শ্যামাকান্ত বৈ‌দ্যের বা‌ড়ি‌তে দেবস্থা‌নে বেড়ে ওঠো বেশ ক‌য়েটি গা‌ছের ম‌ধ্যে এক‌টি নিম গা‌ছের মধ্যভাগে হনুমা‌নের মু‌খমণ্ডলের আদ‌লে এক‌টি ছবি দৃশ্যমান হয়।

খবর‌ মুহূ‌র্তের ম‌ধ্যে চাউর হয়ে যায়। ফলে শ্যমাকান্তের বাড়িতে ভিড় জমান কাতা‌রে কাতা‌রে কৌতূহ‌লি জনগণ। বহুজন তাঁদের মোবাইল ফো‌নে অস্বাভাবিক ছ‌বি তু‌লে ছ‌ড়ি‌য়ে দেন সোশ্যাল মি‌ডিয়ায়। এদিকে বহু মানুষ ওই নিম গাছের নীচে ফল-ফুল, ধুনো দিয়ে পু‌জোও দেন।

বিষয় সম্পর্কে ক‌রিমগ‌ঞ্জ বন বিভা‌গের এসিএফ দেব‌জ্যো‌তি নাথের কাছে জানতে চাইলে তি‌নি বলেন, বি‌ভিন্ন গাছে বি‌ভিন্ন সম‌য়ে নানা কার‌ণে দৈ‌হিকভা‌বে ক্ষ‌তিগ্রস্ত হ‌লে তা‌দের গঠন প্রক্রিয়ায় বাধার সৃ‌ষ্টি হয়। ফ‌লে গা‌ছের ম‌ধ্যে বি‌ভিন্ন প্রতিচ্ছ‌বি ফু‌টে ওঠা কোনও অস্বাভা‌বিক ঘটনা নয়। এ সব প্রতিচ্ছ‌বি আবার অনেক সম‌য় কাকতালীয়ভা‌বে মানুষ ধ‌র্মের সা‌থেও গুলিয়ে ফেলেন। তিনি বলেন, ওই গাছেনও সম্ভবত এ রকমই কোনও ঘটনা ঘটেছে। তাঁর ব্যাখ্যা, গাছটি যখন ছোট ছিল, তখন কেউ হয়-তো তাতে কোনও দেবদেবী বা হনুমানের মুখমণ্ডল খোদাই করেছিলেন। এখন গাছটি বড় হয়েছে। সম্ভবত এতদিন কারোর নজরে পড়েনি, গতকাল আচমকা নজরে পড়লে কৌতূহলের সৃষ্টি হয়েছে, বলেন এসিএফ নাথ।

Show More

Related Articles

Back to top button