Barak ValleyOthers

প্রয়াত বাজা‌রিছড়া শশীনগ‌রের বি‌শিষ্ট শিক্ষা‌বিদ দেবব্রত ভট্টাচার্য

বাজা‌রিছড়া, ১২ এপ্রিল : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন লোয়াইরপোয়া জিপির শশীনগর গ্রামের অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ দেবব্ৰত ভট্টাচাৰ্য আর নেই। বুধবার ভোররা‌তে নিজস্ব বাসভবনে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেছেন তিন পুত্র, এক কন্যা, পুত্রবধূ, না‌তি-না‌তি‌নি, আত্মীয় পরিজন সহ অসংখ্যা গুণমুগ্ধকে।

বুধবার সকা‌লে নিজের গ্রা‌মের শ্মশানঘা‌টে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানবন্ধু হিসে‌বে এলাকার বি‌শিষ্টজ‌নেরা উপ‌স্থিত ছি‌লেন। প্রয়াত দেবব্রত ভট্রাচার্য স্বল্পভাষী ও সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি ১৯৪২ সালের ২ ফেব্রুয়া‌রি তত্‍কালীন অভিভক্ত ভারতব‌র্ষের শ্রীহট্ট জেলার হ‌বিগঞ্জ মহকুমার হ‌রিদরপুর গ্রা‌মে জন্মগ্রহণ ক‌রে‌ছি‌লেন। প‌রে চ‌লে আসেন ভার‌তে।

২০০২ সালে ৫০৮ নম্বর শশীনগর এল‌পি স্কুলের প্রধানশিক্ষক হিসা‌বে তি‌নি সুনা‌মের সা‌থে চাক‌রি জীবন থে‌কে অবসর গ্রহণ ক‌রেন। শিক্ষকতার পাশাপা‌শি তি‌নি একজন ভালো পু‌রো‌হিতও ছি‌লেন। তাছাড়া এলাকার বি‌ভিন্ন সামা‌জিক কা‌জেও তঁর অগ্রণী ভূমিকা ছিল। তি‌নি শশীনগর হীরক সং‌ঘের প্রধান উপ‌দেষ্টাও ছি‌লেন।

দেবব্ৰত ভট্টাচাৰ্যের প্রয়াণে বৃহত্তর এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে। তাঁর মৃত্যু‌তে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা, ঋষি‌কেশ নন্দি, ধ্রুব চক্রবর্তী, সোনালী চৌধুরী, দে‌বেন্দ্র সিনহা, স্বপন দাস, অমিতাভ দে, পাথারকা‌ন্দি কর্মরত সাংবা‌দিক সংস্থার সকল কর্মী।

Show More

Related Articles

Back to top button