Barak Valley

প্রযুক্তির সহায়তায় হারানো ১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের সমঝালো পাথারকান্দি পুলিশ

পাথারকান্দি : আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল সেট উদ্ধার করে শুক্রবার প্রকৃত মালিকদের থানায় ডেকে সমঝে দিল পাথারকান্দি পুলিশ৷

জানা গেছে, বিগত দিনে বিভিন্ন গ্রামের মোট ১০ জনের মোবাইল ফোন চুরি কিংবা হারিয়ে যায়৷ এ নিয়ে তারা পুলিশে এজাহার করেন৷ পরবর্তীতে তদন্তে নেমে মোবাইল সেটগুলো উদ্ধার করতে সক্ষম হয় পাথারকান্দি পুলিশ৷

থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান, জেলা ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় মোবাইল ফোনের নম্বর করে ট্র্যাক করে কিছুটা হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে এক্ষেত্রে কোন চোরকে ধরা সম্ভব হয়নি৷ যাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে তারা অন্যের কাছ থেকে ক্রয় বা কুড়িয়ে পেয়েছে বলে দাবি করেছে৷ তবে এ ক্ষেত্রে পুলিশ তদন্ত জারি রেখেছে৷

ওসি জানান, শীঘ্রই আরও ক’টি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে সমঝে দেবে৷ পুলিশের এমন সক্রিয় ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার সচেতন নাগরিকরা৷

Show More

Related Articles

Back to top button