Barak Valley

বরাকের সরকারি ভাষা বাংলা হ‌ওয়া সত্ত্বেও সরকারি কার্য্যালয় গুলির সাইনবোর্ড গুলিতে স্থান দে‌ওয়া হয়নি বাংলা ভাষাকে : ক্ষোভ বরাক বঙ্গ লক্ষীপুর আঞ্চলিক সমিতির

অসীম রায়, লক্ষীপুর : বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হ‌ওয়া সত্ত্বেও সরকারি কার্য্যালয় গুলির সাইনবোর্ড গুলিতে স্হান দে‌ওয়া হয়নি বাংলা ভাষাকে । লক্ষীপুর মহকুমার চারটি খন্ড উন্নয়ন আধীকারিকের কার্য্যালয়ের সম্মুখে শুধু ইংলিশ ও অসমীয়া ভাষায় সাইনবোর্ড লিখে বসিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার পৃথক পৃথক ভাবে লক্ষীপুর, বাঁশকান্দি, বিন্নাকান্দি ও রাজাবাজার খন্ড উন্নয়ন আধীকারিকের হাতে একটি স্মারকপত্র প্রদান করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আঞ্চলিক কমিটি। উক্ত স্মারকপত্রের প্রতিলিপি লক্ষীপুরের মহকুমাধিপতি এবং বিধায়ক কৌশিক রায়ের কাছেও প্রদান করা হয়। স্মারকপত্রে শীঘ্রই ইংলিশ ও অসমীয়া ভাষার সাথে সাথে সাইনবোর্ড গুলিতে বাংলা ভাষায় লেখার দাবি জানানো হয় । স্মারকপত্র প্রদান করা লক্ষীপুর বরাক বঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কার্তিক রায়,আলিম উদ্দিন মজুমদার,সাত্যকি দাস,অসিম পাল, রনজিত দাস, রাজদীপ দাস, কবীর আহমেদ লস্কর,পুলক দাস সহ অন্যান্যরা।

Show More

Related Articles

Back to top button