Updates

বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় যোগদানের আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ১১ মে : কলকাতায় অনুষ্ঠেয় ২০২৩ সালের পঞ্চম বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় ভারতীয় টিমে অংশগ্রহণের জন্য ২১ মে গুয়াহাটিতে অনুষ্ঠেয় বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে করিমগঞ্জ জেলার যুবা খেলোয়ারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় ভারতীয় দলে অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই করতে অল আসাম স্টেট চেসবক্সিং অ্যাসোসিয়েশন, প্রথম অল আসাম স্টেট লেভেল সিলেকশন ক্যাম্প ২১ মে অনুষ্ঠিত করবে।

এই বাছাই ক্যাম্প অফিস অব দ্য মার্শাল আর্টস স্পোর্টস, হাউস নম্বর ০৩, আশ্রম রোড, শান্তিপুর, গুয়াহাটি ৭৮১০০৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে।

করিমগঞ্জ জেলার ইচ্ছুক খেলোয়াড়দের এই বাছাই ক্যাম্পে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত বিবরণ করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয় অথবা অল আসাম স্টেট চেসবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রকাশ মাল্লু (মোবাইল নম্বর ৯১০১৩৮৬০৬১)-র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে বলে জানান জেলা ক্রীড়া আধিকারিক।

Show More

Related Articles

Back to top button