Barak Valley

বৃহস্পতিবার থেকে করিমগঞ্জে তিনদিন ব্যাপী স্বাস্থ্যসেবা উত্‍সব

করিমগঞ্জ, ৫ এপ্রিল : শিক্ষাক্ষেত্রে গুণোত্‍সবের আদলে গোটা রজ্যের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামীকাল ৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যসেবা উত্‍সবের আয়োজন করা হয়েছে।

রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের একজন কর্মকর্তা এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন ফ্যাকাল্টিকে নিয়ে গঠিত ৩৮টি দল প্রস্তাবিত দিনগুলিতে জেলা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার এবং পিএইচসির বাহ্যিক মূল্যায়ন করবেন।

এই উদ্দেশ্যে বাহ্যিক মূল্যায়নকারীদের প্রশিক্ষণ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বাহ্যিক মূল্যায়নকে তদারকি করতে এক্সটার্নাল ইভ্যালিউটর হিসেবে পাঁচজন উচ্চপদস্থ আধিকারিক অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে থাকবেন শিক্ষা বিভাগের সচিব শাহনাওয়াজ চৌধুরী, হাউজিং ও আরবান বিভাগের যুগ্মসচিব প্রণতি গগৈ, আইটি যুগ্মসচিব দশরথ দাস, করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার অমিতরাজ চৌধুরী।

কার্যক্রম সম্পর্কে জেলাশাসক মৃদুল যাদব আশা ব্যক্ত করে বলেন, মূল্যায়নের এই বহু-বিভাগীয় পদ্ধতি স্বাস্থ্য পরিষেবা প্রদানে অভূতপূর্ব পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, মূল্যায়নের পর স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদ্ধতি আরও রোগী-বান্ধব হবে।

Show More

Related Articles

Back to top button